Wednesday, April 22, 2020

মধ্যবিত্তদের ঘরে ঘরে খাবার পৌছে দিল “সার্ভিস বাংলাদেশ”


আকাশ ইসলামঃ “দেশকে ভালবেসে, অসহায় মানুষের পাশে” এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিবারের ন্যায় এইবারও দেশের এমন দূর্যোগকালীন সময় ৪০ টি পরিবারে মাঝে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিল “সার্ভিস বাংলাদেশ”।

বুধবার (২২ শে এপ্রিল) বাগেরহাটের মোংলায় বিকাল ৫ টায় ৭ নং কলেজ রোডে টি,এস,আই শিক্ষা একাডেমি এর “সার্ভিস বাংলাদেশ” এর অস্থায়ী কার্যলয়ে এই খাদ্যদ্রব্য উপহার প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

এ বিষয়ে “সার্ভিস বাংলাদেশ” এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, আমরা এইবার একটু ব্যতিক্রম ভাবে মানুষের পাশে থাকতে চাই। দরিদ্য অনেক পরিবার নানা স্থান থেকে ত্রান সহযোগিতা পেলেও মধ্যবিত্ত অনেক পরিবার এ সাহায্য সহযোগিতা পায় না তাই মাওলানা আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান মিলন, মোঃ ফরহাদ হোসেন, ডাঃ মহিদুল ইসলাম মেজবা,আল-আমীন, খন্দকার তুরানুজ্জামান, আফরোজা হীরা ও মোঃ আব্দুল জব্বার এর ৯ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধানী দল মোংলা পোর্ট পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে ৪০ টি পরিবার বাছাই করে তাদের চাল, ডাল, আলু, তেল ও মাক্স দিয়ে সহযোগিতা করছি।

“সার্ভিস বাংলাদেশে”এর মোস্তাফিজুর রহমান মিলন, মোঃ ফরহাদ হোসেন, ডাঃ মহিদুল ইসলাম মেজবা, খন্দকার তুরানুজ্জামান, আফরোজা হীরা , মাহমুদ হাসান, ইরফান হাসান, ইসলাম উদ্দিন,  ইব্রাহিম, রবিউল মোল্লা, ডলার মোল্লা, মিরাজ মল্লিক ও আকাশ ইসলাম মোংলা পোর্ট পৌরসভা ০৯ টি ওয়ার্ডের ৪০ টি মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এ সহযোগিতা পৌছে দিয়ে আসে।

No comments:

Post a Comment